গোটা রাস্তায় চুপ থাকলেন কেষ্ট। কুড়ি অগাস্ট পর্যন্ত তাকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Follw Us Now

 

এখন ভারত : আগামী ২০ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন তুলনামূলক বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। কলকাতার নিজাম প্যালেসের সিরিয়াল দফতরে অনুব্রত মণ্ডল কে নিয়ে আসার সময় ধনেখালিতে আটকে যায় অনুব্রতর গাড়ি। সে সময় গ্রেফতারের বিষয় সাংবাদিকরা অনুব্রত মণ্ডল কে প্রশ্ন করলে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। 

এই যানজটে প্রায় ৫০ মিনিট আটকে থাকে সিবিআই এর গাড়ি। এরপর স্থানীয় পুলিশের সহযোগিতায় যানজট কাটিয়ে উঠে কলকাতার উদ্দেশ্যে অনুব্রত কে নিয়ে রওনা হয় সিবিআই এর গাড়ি।

বৃহস্পতিবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে আসানসোল আদালত কক্ষ থেকে তার জন্য অপেক্ষারত সিবিআই এর গাড়িতে পৌঁছে যান অনুব্রত মণ্ডল। তবে তার মধ্যেও তার উদ্দেশ্যে উড়ে আসে গরু চোর স্লোগান। এদিন আদালত চত্বরে অনুব্রত প্রবেশ করার  সময়ও এরূপ মন্তব্য তার উদ্দেশ্যে করা হয়েছিল বলে সূত্রের খবর।

জানা গিয়েছে সিবিআই হেফাজতে থাকাকালীন অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে পড়লে তাকে আলিপুর কম‍্যান্ড হাসপাতালে নিয়ে যেতে হবে। একজন মেডিসিন একজন কার্ডিয়োলজিস্ট এবং একজন নিউরোলজিস্ট নিয়ে তিনচিকিৎসকের একটি দল গড়ে দিয়েছেন বিচারক। এই চিকিৎসকদের পরামর্শই অনুব্রতকে হাসপাতালে ভর্তি করানো যাবে বলে জানা গিয়েছে।

ট্রেন্ডিং খবর