গুটখার বিজ্ঞাপন প্রসঙ্গে এবার মুখ খুললেন অজয় দেবগন

Follw Us Now

এখন ভারত : সম্প্রতি শাহরুখ খান, অজয় দেবগন ও অক্ষয় কুমারকে এক মুখশুদ্ধির বিজ্ঞাপনে দেখা যায়। যদিও মুখশুদ্ধির বিজ্ঞাপনের পাশাপাশি ওই সংস্থা তামাকজাত দ্রব্যেরও ব্যবসা করে। স্বাস্থ্য ও শরীর সম্পর্কে সচেতন অক্ষয় কুমারকে সেই বিজ্ঞাপনে দেখা যাওয়ার পর থেকে সমালোচনার ঝড় ওঠে। 

তারপরই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে বিজ্ঞাপন থেকে সরে আসার কথা জানান অক্ষয় কুমার। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের আরেক তারকা অজয় দেবগন। যে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এতদিন পর্যন্ত সেই বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শাহরুখ খান এবং অজয় দেবগন। সম্প্রতি তাঁদের সঙ্গে যোগ দেন অক্ষয় কুমার। 

অক্ষয়কে নিয়ে বিতর্ক প্রসঙ্গে আজ অজয় দেবগন বলেন, ‘এ একেবারে ব্যক্তিগত পছন্দের ব্যাপার। যখন তুমি কোনও কিছু করছ, তখন তোমাকে দেখতে হবে সেটা কতটা ক্ষতিকর হতে পারে। কিছু জিনিস ক্ষতিকর, কিছু নয়। আমি কোনও নাম নিতে চাই না। কারণ, আমি এটা প্রচার করতে চাইছি না। তবে এটাই বলব, আমি এলাচের বিজ্ঞাপন করেছি। আর যদি কোনও কিছু খারাপ হয়, তাহলে তার বিক্রিই বন্ধ করে দেওয়া উচিত।’

বলা রাখা ভালো, এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমার লেখেন, ‘আমি দুঃখিত। আমার অনুরাগী, শুভাকাঙ্খী সকলের কাছে ক্ষমাপ্রার্থী। গত কয়েকদিন ধরে আপনাদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা আমার মনে গভীর প্রভাব ফেলেছে। কখনও তামাক দ্রব্যের বিজ্ঞাপন করিনি, করবও না। বিমল ইলাইচির সঙ্গে আমার চুক্তি নিয়ে আপনাদের আবেগ বুঝতে পারছি। সেই আবেগকে সম্মান জানিয়েই বিনয়ের সঙ্গে সরে দাঁড়াচ্ছি। বিজ্ঞাপনের পারিশ্রমিক বাবদ পাওয়া টাকা দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অন্তত আইনিভাবে চুক্তির মেয়াদ পেরোনো না পর্যন্ত ওই সংস্থা হয়তো বিজ্ঞাপনটির সম্প্রচার চালিয়ে যাবে। তার দায় আমারই। তবে কথা দিচ্ছি, আগামী দিনে কাজের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকব।  বিনিময়ে আপনাদের ভালবাসা এবং শুভেচ্ছা প্রার্থনা করি।’

 

ট্রেন্ডিং খবর