গাড়ি প্রেমীদের জন্য সুখবর,খুব দ্রুতই ইলেকট্রনিক গাড়ি লঞ্চ করতে চলেছে Tata motors

Follw Us Now

 এখন ভারত: জ্বালানি গ্যাসের এর পাশাপাশি পেট্রোল-ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে ধীরে ধীরে ইলেকট্রনিক জিনিসের জনপ্রিয়তা ক্রমশই বেড়ে চলেছে। বিগত কয়েক বছর ধরে ইলেকট্রিক গাড়ি চাহিদা দেখা গেছে ভারতে। এই মুহূর্তে ইলেকট্রিক গাড়ি বাজারে বিদেশি কোম্পানিগুলো তুলনায় স্বদেশী কোম্পানীগুলির ব্যবসা রমারম চলছে।

“আপনি কি ইলেকট্রিক গাড়ির কেনার ভাবনা চিন্তা করছেন” যদি সেই রকম ভাবনা চিন্তা করে থাকেন তাহলে আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছে Tata motors। Tata তরফ থেকে জানানো  হয়েছে বিগত কয়েকদিনের মধ্যেই তিনটি ইলেকট্রনিক গাড়ি লঞ্চ করা হবে। খুব দ্রুতই Tata Altroz Electronic বাজারে আসতে চলেছে  এর পাশাপাশি বাজারে আসছে আপডেটেড Nexon ev ও tigor ev। ইতিমধ্যেই ইলেকট্রিক গাড়ির প্রেমীরা  অধীর অপেক্ষায় রয়েছে সেই গাড়ি বাজারে আসার। 

চলুন জানা যাক Tata motors নতুন ইলেকট্রনিক গাড়িতে ঠিকই কি ফিচারস রয়েছে!

2022 Nexon ev তে ব্যবহার করা হয়েছে 40 kwh ব্যাটারির প্যাক। টাটা কোম্পানির দাবি এই গাড়িটি একবার চার্জ দিলে 400 km পর্যন্ত একনাগাড়ে চলবে এই ইলেকট্রনিক গাড়ি। তাছাড়া Nexon ev তে রয়েছে একটি 30.2 kwh ব্যাটারি। নতুন Tata Nexon Ev তে থাকছে 6.6kw ac চার্জার, এই চার্জারের ফলে আরো কম সময়ে বাড়িতে বসে এই গাড়ির চার্জ করে নেয়া যাবে তবে এখানেই শেষ নয় নতুন Tata Nexon Ev তে  আরো আকর্ষণীয় ফিচার রয়েছে যা দেখে গাড়ি প্রেমিকরা একটু হলেও অবাক হবেন। এই গাড়িতে এয়ার পিউরিফায়ার সহ ভেন্টিলেটেড সিট ও পার্ক মোড, মূলত ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রামের মত বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে টাটা মোটরস। জানা গেছে আগামী মাসেই বাজারে আসতে চলেছে নতুন ইলেকট্রনিক Nexon।

Nexon যা ফিচারস ব্যবহার করা হয়েছে তাই কি ব্যবহার করা হয়েছে tigor ev ও altoz ev, নাকি অন্য কোন ফিচারস ব্যবহার করা হয়েছে tigor ev ও altoz ev?  

Nexon Ev সঙ্গে মার্কেটে চলতি বছরেই লঞ্চ হতে চলেছে Tigor Ev। তবে আগের চেয়ে বেশকিছু আপডেট করা হয়েছে Tigor Ev তে। এই গাড়িতে থাকতে চলেছে আগের থেকে বেশি ক্ষমতার ব্যাটারি। Tata motors দাবি করেছে নতুন ব্যাটারি ব্যবহার হওয়ার কারণে মূলত একবার চার্জ দিলেই 350km পর্যন্ত চলবে এই গাড়ি। এছাড়াও ইলেকট্রিক ভার্সনে আরেকটি গাড়ি আসতে চলেছে। সেটি হল Altroz Ev। দুই হাজার কুড়ি সালে  Altoz Ev  ইলেকট্রনিক গাড়িটি প্রথমে প্রকাশ্যে এসেছিল অবশেষে দীর্ঘ অপেক্ষার পর বাজারে আসছে Tata altroz ইলেকট্রনিক ভার্সন। Tata altoz ev তে কোম্পানির ziptron প্রযুক্তি দেখা যাবে। তবে altoz ev নিয়ে কোম্পানির দাবি করেছে ইলেকট্রনিক এই গাড়িটি একবার চার্জ দিলে এই গাড়িটি 300 km চলবে। এক কথায় টাটা অল্টো লুকস ও ফিচারের নিরিক্ষে অনবদ্য এক গাড়ি।

ট্রেন্ডিং খবর