গাড়ি চালাতে চলাতে দু’ হাতে টাকা ওড়াচ্ছেন যুবক! দেখুন ভিডিও

Follw Us Now

 

 এখন ভারত : এবার গাড়ি চালাতে চালাতে টাকা ওড়াতে দেখা গেল এক যুবককে। যুবকটির এক হাতে স্টিয়ারিং ধরা এবং অন্য হাতে বেসবল ব্যাট। যুবকটির ওই কান্ড ছড়িয়ে পড়তেই পুলিশের নজরেও পড়ে যান। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে গ্রেফতারির পর ক্ষমা চান তিনি।

বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং পরে ক্ষমা চাওয়ার ২টি ভিডিওই উত্তরপ্রদেশ পুলিশ টুইটারে পোস্ট করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে রাতে নয়ডার রাস্তায় ওই যুবক স্টান্ট দেখান। ভিডিওতে যুবকের এক হাতে মহিন্দ্রা থারের স্টিয়ারিং ও অন্য হাতে বেসবল ব্যাট ধরে থাকতে দেখা যায়। বেসবল ব্যাটটিকে উঁচিয়ে গাড়ি চালাচ্ছিলেন তিনি। শুধু তাই নয় গাড়ি চালাতে চালাতে ২ হাতে টাকাও উড়িয়েছেন তিনি। কিন্তু তাঁর ওই কেত যে থানা পর্যন্ত গড়াবে তা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি। ২টি ভিডিও পোস্ট করে পুলিশ ক্যাপশনে লিখেছে, ‘যদি আপনি রাস্তায় এই ধরনের স্টান্ট করেন তবে আপনার গাড়িও বাজেয়াপ্ত হবে ও আপনাকেও জেলে যেতে হবে।’ পুলিশের এই কাজ দেখে বেজায় খুশি নেটিজেনরা। তাঁরা পুলিশের কাজের প্রশংসা করে টুইটারের কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন। 

ট্রেন্ডিং খবর