এখন ভারত : গাড়ির বাজারে আসতে পারে ২টো নতুন হাইব্রিড এসইউভি। একটা টয়োটার এবং আরেকটি মারুতির। এখন যেভাবে জ্বালানির দাম বাড়ছে, তাতে এমন ধরনের গাড়ি আরও বেশি করে বাজারে আসবে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। সূত্রের খবর, ভারতের বাজারে আসতে পারে ওই ২ সংস্থার ২টি আলাদা এসইউভি। তবে এই প্রথমবার, এই ২টি সংস্থা একসঙ্গে গাড়ি তৈরির কাজ করবে। এতদিন পর্যন্ত মারুতির গাড়িই ডিজাইন ও ফিচারে পরিবর্তন করে মডেল বাজারে আনত টয়োটা। এবার প্রথম যুগ্ম কাজ হবে। বেঙ্গালুরুতে টয়োটার প্ল্যান্টে তৈরি হবে সেই গাড়িটি।
এখন বাজারে রয়েছে হুন্ডাই ক্রেটা এবং কিয়া সেলটোস। এই সেগমেন্টের সঙ্গেই কড়া টক্কর দিতে পারে নতুন এই ২টি মডেল। মারুতি ও টয়োটার নতুন এই ২টি মডেল ৪ মিটারের চেয়ে বেশি লম্বা হবে। ক্রেটা ও সেলটোসের আয়তনের সমান হবে। মনে করা হচ্ছে, টয়োটার মডেলটিই আগে বাজারে আসবে। তারপরে মারুতির মডেলটি আসবে।
যদিও এতদিন মারুতির গাড়ি আগে লঞ্চ হতো তারপরে বাজারে আসত টয়োটার মডেল। ২টি মডেলের স্টাইল একেবারেই আলাদা হবে। স্কোডা ও ভোক্সওয়াগনের কুশাক-টাইগান জুটির মতোই। ২টি সংস্থার নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আলাদা আলাদা ডিজাইন হবে মারুতি ও টয়োটার নয়া মডেলের। মনে করা হচ্ছে ১৭ইঞ্চির চাকা থাকবে। LED হেডল্যাম্প থাকবে। তবে ডিজাইন আলাদা হবে। এছাড়া গ্রিল ডিজাইন, ফ্রন্ট ও রিয়ার বাম্পারেরও ডিজাইন একদম আলাদা হবে। টেইল ল্যাম্পের ডিজাইনও চমক আনবে। অন্দরসজ্জা মোটের ওপর একরকম হলেও পার্থক্য থাকবে ফিচারের দিক থেকে।
মনে করা হচ্ছে, ৯ ইঞ্চির টাচস্ক্রিন থাকবে। সানরুফ, heads up display, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা থাকবে। এছাড়াও ২টি সংস্থার মডেলেই প্রথম সারির অডিও সিস্টেম থাকবে। ২টি মডেলেই ১.৫ লিটারের ইঞ্জিন থাকবে, সঙ্গে থাকবে একটি ইলেকট্রিক মোটর থাকবে যা শক্তি বাড়াবে। থাকবে একটি ব্যাটারি প্যাকও। অন্যান্য হাইব্রিড গাড়ির মতোই সেল্ফ চার্জিং ব্যাটারি থাকছে। নতুন ২টি মডেলের ক্ষেত্রেই তাদের সেগমেন্টে অত্যন্ত ভালো মাইলেজ পাওয়া যাবে। আপাতত মনে করা হচ্ছে, গাড়ি ২টির যাবতীয় তথ্য জুলাই মাসে প্রকাশ্যে আসতে পারে।