গরমে আপনাকে মুহূর্তে ঠাণ্ডা করে দিতে পারে পোর্টেবল এসি

Follw Us Now

 

 এখন ভারত :    তীব্র গরমে দেশের বেশিরভাগ শহরে এসি ও কুলার ছাড়া জীবনবযাপন দুর্বিষহ হয়েছে উঠেছে। অনেকেই জায়গা ও টাকার অভাবে বড়ো এসি কিনতে পারেন না। সেক্ষেত্রে পোর্টেবল কুলার বা এসি আপনার জন্য লাভজনক হতে পারে। আজকাল বাজারে অনেক পোর্টেবল এসি পাওয়া যায়। যা আপনার ঘরকে পুরোপুরি ঠাণ্ডা করে দেবে।

পোর্টেবল এয়ার পিওর চিল সিস্টেম হল একটি ছোটো পার্সোনাল এয়ার চিলার, যা আপনার চারপাশের হাওয়াকে ঠাণ্ডা করে। সাইজে ছোটো হওয়ায় এর জন্য আলাদা বড়ো জায়গা বা ইস্টলেশন চার্জের প্রয়োজন হয় না। এয়ার চিলার আপনার ব্যবহারের ওপর নির্ভর করে সারা দিন চলতে পারে। যদি ফ্যান সেটিং লোয়ার মোড অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে এর ট্যাঙ্ক খুব তাড়াতাড়ি খালি হতে পারে। এছাড়াও সারাদিন একটানা গ্যাজেট চালালে অবশিষ্ট জল শেষ হয়ে যাবে। বারবার রিফিলিং এড়াতে গ্রাহকদের উচিত সচেতনভাবে এয়ার চিলার ব্যবহার করা। অনেক কুলিং সিস্টেম ঘরে একটি শান্ত পরিবেশ বজায় রাখতে সফট এলইডি লাইটও দিয়ে থাকে। এই এয়ার চিলারের কোনও আওয়াজ নেই। এর বেশ কিছু সুবিধাও আছে। যেমন – 

১) এই এয়ার চিলার সহজেই বহন করতে পারবেন।

২) আপনার ইচ্ছে মতো এয়ার চিলার রিচার্জ করতে পারেন। 

৩) এর ফ্যান মোড অ্যাডজাস্টেবল। তাই সুবিধে মতো তা বাড়ানো বা কমানো যায়। 

৪) এটি আপনার ঘর ও পরিবেশে শীতল বাতাস ও বিশুদ্ধ বায়ু ছড়িয়ে দেয়।

পাশাপাশি এর কিছু অসুবিধাও আছে। যেমন – ১) এয়ার চিলার সীমিত সময় আপনাকে ঠাণ্ডা দিতে পারে।  

২) এটি বড়ো জায়গা ঠাণ্ডা করার জন্য নয়। 

৩) বাজারে অনেকগুলি একই ধরনের পোর্টেবল এসি বা কুলার পাওয়া যায়। যার দাম হাজার টাকারও কম।

৪) এই যন্ত্রটি শুধুমাত্র কোম্পানির অফিশিয়াল পোর্টালে পাওয়া যায়।

ট্রেন্ডিং খবর