এখন ভারত : নতুন করে দেশের প্রায় সব প্রান্তেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখনই আতঙ্কের কিছু নেই। অবশ্য প্রশাসন সতর্কতা বাড়িয়ে দিয়েছে। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৮২ জন। এ নিয়ে পরপর ২ দিন দেশের দৈনিক আক্রান্ত ৮ হাজারের বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৪৪,৫১৩ জন। যা গতকালের থেকে ৪১৪৩ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.১০%-এ পৌঁছেছে। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে ২.৩০%-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ জন।
দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫,২৪,৭৬১ জন। করোনার দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তা বাড়াচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪,২৬,৫২,৭৪৩ জন করোনামুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৪৪৩৫ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬৮%-এ।
তবে এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে শনিবার ১৩ লক্ষের বেশি মানুষ ভ্যাকসিন পেয়েছেন। দেশের দৈনিক আক্রান্ত লাগাতার বেড়ে চলায় একাধিক রাজ্যে নতুন করে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে।