কাঁচা বাদামের পর এবার নেট দুনিয়া মজেছে ‘নিম্বু পানি’ গানে

Follw Us Now

এখন ভারত : ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি সম্প্রতি সোশাল মিডিয়ায় ঝড় তুলেছিল। কয়েকদিনের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছিল তাঁর গান। সাধারণ বাদাম বিক্রেতা থেকে তিনি হয়ে ওঠেন সোশাল মিডিয়া তারকা। এবার তাঁর মতোই আরেকজনের গান ভাইরাল হল। ইনি একজন লেবুর সরবত বিক্রেতা। তাঁর লেমনেড বিক্রির স্টাইল বেশ মজাদার। লেবুর সরবত বানাতে বানাতে নানারকম স্টান্ট দেখাচ্ছেন। সঙ্গে ক্রেতাদের এন্টারটেন করতে মজাদার গানও গাইছেন। 

নাটকীয়ভাবে সোডার বোতল খুলে গেয়ে উঠলেন ‘একবার খেলে বারবার চাইবে, দুদিন তেষ্টা পাবে না।’ লেমনেড বানাতে বানাতেই তিনি ঐ সরবতে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে বলেন। গরমে তা কেন উপকারী তাও জানান। গৌরব সাগর নামে এক ব্যক্তি ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করার পরই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে ১০ মিলিয়নেরও বেশি ভিউ, ৯৩৩ লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। বিক্রেতার কনফিডেন্স দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। গরম পড়তে না পড়তেই যে হারে লেবুর দাম চড়ছে তাতে বোধহয় এবার এই ভাইরাল গান শুনেই পিপাসা মেটাতে হবে নেট নাগরিকদের!

প্রসঙ্গত, কাঁচা বাদামের পর ঠেলাগাড়িতে কাঁচা পেয়ারা ও কালো আঙুর বিক্রি করতে করতে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন দেশের অন্য প্রান্তের আরেক ব‍্যক্তি। ফল বিক্রি করার ফাঁকে ফাঁকে সুরেলা গলায় গান গাইছিলেন তিনি। এই পেয়ারা আঙুর বিক্রেতার নাম কী বা তিনি কোথাকার বাসিন্দা সেটা এখনো জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল ভিডিওটি। তবে ‘কাঁচা বাদাম’কে মাত দিতে পারেনি। এবার কি শেষমেশ বাদামের সুর ভুলে নিম্বু পানিতেই মজবেন নেটিজেনরা?

ট্রেন্ডিং খবর