এখন ভারত : প্রয়াত বিখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে। মঙ্গলবার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন। সূত্রের খবর, মঞ্চে অনুষ্ঠান চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। মঞ্চেই নাকি কেকে বারবার জানাচ্ছিলেন তাঁর শরীর খারাপ লাগছে। স্পটলাইট অফ করতে বলছিলেন। এমনকি অনুষ্ঠানের মাঝে ব্যাক স্টেজে বসে বিশ্রামও নিয়েছিলেন। এরপর অনুষ্ঠান শেষ করে তিনি হোটেলে ফিরে যান। সেখানে আবারও অসুস্থ বোধ করায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। গত ২ দিন ধরে কেকে কলকাতাতেই ছিলেন।
হাসপাতাল সূত্রের খবর, যখন তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ততক্ষণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পরে তাঁর পরীক্ষা করে জানানো হয় তিনি মারা গিয়েছেন। গায়কের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। মাঝপথে ফোন পেয়েছি। এখানে মৃত অবস্থায় আনা হয়েছিল বলেই শুনলাম।’