এখন ভারত : বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার দুপুর ২টো পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একাধিক অনলাইন পরিষেবা বিশেষত মোবাইল অ্যাপ নির্ভর পরিষেবা বন্ধ থাকবে। এদিন রাতে ব্যাঙ্কের তরফে এক লিখিত বিবৃতি প্রকাশ করে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও তা পোস্ট করা হয়।
বলা হয়, ‘৯ জুন রাত ১১টা থেকে ১০ জুন দুপুর ২টো পর্যন্ত আমরা প্রযুক্তির মান উন্নত করতে কিছু কাজ করব। ওই সময়ের মধ্যে INB, YONO, YONO Lite, YONO Business ও UPI পরিষেবা বন্ধ থাকবে।’
এদিকে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেটের হার বাড়িয়েছে। তারপর থেকেই সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি ঋণবাবদ সুদের হার বাড়াতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু এরইমধ্যে এসবিআই চেয়ারম্যান দীনেশকুমার ঝা নতুন ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘ফিক্সড ডিপোজিট নিয়ে বলতে চাই, নতুন সুদের হার প্রযোজ্য হবে। ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে আমরা টাকা ম্যাচিওরিটির উপর সুদের হার বাড়িয়েছি।’
বর্তমানে ১২ থেকে ২৪ মাসের ফিক্সড ডিপোজিটের ওপর ৫.১০% হারে সুদ পান এসবিআই গ্রাহকরা। ৩ থকে ৫ বছরের ক্ষেত্রে সুদের হার ৫.৪৫%। তবে গৃহঋণ-সহ অন্য ঋণের ক্ষেত্রে ইএমআই বাবদ গ্রাহকদের মোটা টাকা দিতে হতে পারে।