এখন ভারত : খুব শীঘ্রই ব্রিটানিয়া তাদের সব পণ্যের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চলেছে। এমনটাই জানিয়েছেন ব্রিটানিয়া ম্যানেজিং ডিরেক্টর বরুণ বেরি। জান নেপথ্যে রয়েছে যুদ্ধ পরিস্থিতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে বাণিজ্য ক্ষেত্রে। একদিকে যেমন বৃদ্ধি পেয়েছে অপরিশোধিত তেলের দাম তেমন অন্যদিকে হু হু করে বেড়েছে সোনা-রুপোর দামও। সেই সঙ্গে ক্রমশই অগ্নিমূল্য হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত এমনকী উচ্চবিত্তের সবসময়ের প্রয়োজনীয় জিনিস বিস্কুট। দাম বৃদ্ধির অন্যতম কারণ মুদ্রাস্ফীতি।
এ বিষয়ে বরুণ বেরি জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে তাদের ধারণা ছিল চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার থাকবে তিন শতাংশের কাছাকাছি। কিন্তু রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে সেটা ৮ থেকে ৯ শতাংশে পৌঁছে যেতে পারে বলে তাদের আশঙ্কা। তাই, মূল্যবৃদ্ধি ছাড়া আপাতত দ্বিতীয় কোনও রাস্তা নেই।
রুশ আগ্রাসনের জেরে ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। ভারতের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম লাগামছাড়া। বাজার বিশেষজ্ঞরা আগাম জানিয়েছেন, রাশিয়ার ইউক্রেন অভিযানের প্রভাব পড়বে অর্থবাজারেও। কার্যত তাদের সেই অনুমানই সত্যি হয়েছে।
বরুণ বেরি এও জানিয়েছেন, বিস্কুট তৈরির জন্য কমবেশি সব কাঁচামালের দাম বেড়ে গিয়েছে। পরিস্থিতির চাপে তাই, বিস্কুট-সহ বিস্কুটজাত সব সামগ্রীর দাম বাড়াতে হচ্ছে। এদিকে সকাল হলেই চা আর একটা বিস্কুট দিয়ে সাধারণ মানুষের ঘুম ভাঙে। আর সেই বিস্কুটেই এবার দামের কোপ পড়তে চলেছে। এর ফলে আমজনতা যে কিছুটা হলেও সমস্যায় পড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।