এখন ভারত : কেন্দ্র সরকারের চালু করা ডিজিলকার পরিষেবায় প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার মার্কশিট, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, গাড়ি বা বাইকের বিমার কাগজ, জীবন বিমার সার্টিফিকেটের সফট কপি নিজস্ব অ্যাকাউন্টে রেখে দেওয়া যায়। ডিজিলকারে থাকা প্রমাণপত্র সব জায়গায় বৈধ বলেও সরকারের তরফে জানানো হয়েছে। অনেক আগেই কেন্দ্র সরকার এই পরিষেবা চালু করেছিল।
তবে এবার হোয়াটসঅ্যাপ করলেই এই পরিষেবার সুবিধা মিলবে। তার জন্য কেন্দ্র নির্দিষ্ট নম্বরও জানিয়েছে। নরেন্দ্র মোদী সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’র অঙ্গ হিসেবেই এই পরিষেবা চালু হয়। এর ফলে আসল নথি হারিয়ে গেলেও নাগরিকদের সমস্যা হবে না বলেই জানানো হয়। এমনকি দরকার মতো ডাউনলোড করার সুবিধাও দেওয়া হয়েছে। এবার সেই সুবিধাই হোয়টসঅ্যাপের মাধ্যমে নিতে হলে ৯০১৩১৫১৫১৫ নম্বরটিতে ইংরেজিতে ‘নমস্তে’, ‘হাই’ অথবা ‘ডিজিলকার’ লিখে পাঠাতে হবে। এরপরই সংশ্লিষ্ট মোবাইল নম্বর যুক্ত ডিজিলকারের সঙ্গে হোয়াটসঅ্যাপের যোগ তৈরি হয়ে যাবে। কারও যদি আগের ডিজিলকার না থাকে তবে তিনি আধার ও ফোন নম্বর ব্যবহার করে সেই পরিষেবা চালু করতে পারেন। ডিজিলকার চালু হয়ে গেলে আপনি নিজের ইচ্ছা মতো নথি আপলোড করেও রাখতে পারবেন। আর সেগুলি দরকার পড়লেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোনে চলে আসবে। কেন্দ্রীয় সরকারের তরফে মাইগভ হেল্পডেস্ক-এর এই পরিষেবা চালুর সঙ্গে সঙ্গে ১০ কোটি মানুষ এই পরিষেবা নেন। ডিজিলকারে ৫০০ কোটির বেশি নথি রাখা রয়েছে।