এখন ভারত : নিয়ম অনুসারে মোটর বাইক অথবা স্কুটারে সর্বোচ্চ ২ জন চাপতে পারেন। তবে ভারতে এই নিয়ম খুব একটা কার্যকর হয় না। অধিকাংশ সময়ই ৩ জনকে মোটর বাইক অথবা স্কুটিতে চেপে যেতে দেখা যায়। তাই বলে একটি স্কুটারে ৬ জন? সম্প্রতি অবাক করা এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওটি কোনও গ্রাম অথবা মফসসল এলাকার নয়। ভিডিওটি বাণিজ্য নগরী মুম্বইয়ের এবং তা জানার পর সোশ্যাল মিডিয়ার দর্শকরা আরও অবাক হয়েছেন। কারণ জনবহুল এই বাণিজ্য নগরীতে যানবাহনের সংখ্যা বিপুল, তাই আইনও বেশ কড়া। রমনদীপ হোড়া নামে এক ব্যক্তি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে মুম্বই পুলিশ ও মুম্বই পুলিশ কমিশনারকে ট্যাগ করেছেন। উল্লেখযোগ্য বিষয়, এই স্কুটারে ৬ জনের মধ্যে কারোর মাথায় হেলমেট ছিল না।
ভিডিওতে দেখা গিয়েছে, একটি স্কুটারের মধ্যে ঠাসাঠাসিভাবে ৬ জন চেপেছেন। তাঁদের কারো মাথায় হেলমেট নেই। এমনকি ১ জনকে আবার স্কুটারে দাঁড়িয়ে থাকতেও লক্ষ্য করা যায়। পরিসংখ্যান বলছে, ভারতের মতো দেশে প্রতিবছর ৫ লাখেরও বেশি পথ দুর্ঘটনা হয়ে থাকে। তাতে কয়েক লাখ মানুষ আহত হন এবং কয়েক হাজার মানুষ মারা যান। এইসব দুর্ঘটনার জন্য খারাপ রাস্তা, ট্রাফিক আইন মেনে না চলা, বেলাগামভাবে গাড়ি চালানো এবং এই ভিডিওর মতো লাগামছাড়া পথ চলাই মূলত দায়ী হয়ে থাকে