এখন ভারত : এবার প্লে স্টোর থেকে ক্ষতিকারক অ্যাপগুলি সরিয়ে নিল গুগল। পাশাপাশি এই অ্যাপগুলিকে নিষিদ্ধও করা হয়েছে। স্টাইল মেসেজ, ব্লাড প্রেশার অ্যাপ, ক্যামেরা পিডিএফ স্ক্যানার এই ৩ অ্যাপকেই প্লে স্টোর থেকে নিষিদ্ধ করেছে গুগল। যদি আপনি এই অ্যাপগুলি ডাউনলোড করে থাকেন তাহলে এক্ষুনি তা মোবাইল থেকে ডিলিট করুন।
নাহলে আপনার অজান্তেই অন্য কোম্পানিগুলির কাছে টাকা চলে যাবে। সম্প্রতি অ্যান্টি ভাইরাস অ্যাপ ক্যাসপারস্কির নজরে পড়ে এই ৩ অ্যাপ। এই প্রসঙ্গে ইন্টারনেট সুরক্ষার গবেষক ইগর গোলোভিন জানান, আগেই গুগলের ইন্টারনেট সুরক্ষা টিমের কাছে জোকার ম্যালওয়্যাল ছাড়পত্র পেয়েছে। প্রথমে ক্ষতিকারক কিছু মনে না হলেও প্লে স্টোরের লাইভে যেতেই এই ক্ষতিকারক ম্যালওয়্যার সক্রিয় হয়ে ওঠে।
এর আগেও অনেক অ্যাপকে প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল। ক্ষতিকারক সেই অ্যাপগুলি থেকেই বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছিল। পরে যার ফল ভুগতে হচ্ছিল গুগল ইউজারদের। গুগলের তরফে বলা হয়েছে, এই ৩ অ্যাপের মাধ্যমে সহজেই ফোনে ঢুকে যেতে পারে জোকারের মতো ক্ষতিকারক ভাইরাস। অ্যান্ড্রয়েড মোবাইলে যা আপনার অনুমতি ছাড়াই টাকা নিয়ে নেবে। ওয়ার্ল্ড টেক জায়ান্টের মতে, আপনাকে না জানিয়েই দামি পরিষেবার সাবক্রিপশন করিয়ে দেবে জোকার। আর এভাবেই আপনার টাকা চুরিও হয়ে যাবে। যা প্রথমে আপনি বুঝতেও পারবেন না।