এখন ভারত : ফের একবার ভারতে লাফিয়ে বাড়ল কোভিড সংক্রমণ। এক ধাক্কায় প্রায় ৪০% বেড়েছে দৈনিক কোভিড সংক্রমণের গ্রাফ। অনেকদিন গ্রাফ নিম্নগামী হওয়ার পর বৃদ্ধির ছবি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭,২৪০ জন।
এদিনের সংখ্যা গতকালের দৈনিক আক্রান্তের সংখ্যার থেকেও অনেকটা বেশি। ভারতে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্ত ৩২, ৪৯৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন ৮ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন ৩,৫৯১ জন। এদিনের বুলেটিন অনুযায়ী দেশে এখন কোভিড পজিটিভিটি রেট ২.১৩%। গত ২৪ ঘণ্টায় মোট ৩,৪০,৬১৫ জনের কোভিড পরীক্ষা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা প্রথম থেকেই জানিয়েছিলেন কোভিড রুখতে টিকাকরণ প্রয়োজন। সেই কারণেই ভারতে জোরকদমে চলছে টিকাকরণ। চলছে বুস্টার ডোজ। ১৮ বছরের কম বয়সীদেরও টিকা দেওয়া হচ্ছে।
বেশ কিছুদিন টানা দৈনিক সংক্রমণ কম থাকলেও, এবার ফের বাড়ছে। পরপর ২দিন ৪ হাজারের ওপর রয়েছে দৈনিক সংক্রমণ। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে নতুন করে কোভিড সংক্রমণ বাড়ছে। ফলে ফের দেশে কোভিড সংক্রমণ বাড়বে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি আইআইটির এক গবেষক দল জানিয়েছে, জুন মাসে দেশে কোভিডের চতুর্থ ঢেউ শুরু হতে পারে। ফলে এই বাড়ন্ত কোভিডগ্রাফের দিকে কেন্দ্রীয় সরকার কড়া নজর রাখছে।