এখন ভারত : ভারতে একটানা দুর্দান্ত ব্যবসা করার পর এবার ইজরায়েলে মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। অনুপম খের অভিনীত এই ছবিটি ২৮ এপ্রিল ইজরায়েলের প্রেক্ষাগৃহে মুক্তি পেল।
ছবিটির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। অভিনয়ে অনুপম খের ছাড়াও ছিলেন মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী জোশী, ভাষা সাম্বলি, চিন্ময় মন্ডেলকর। সম্প্রতি এই ছবির ইজরায়েল যাত্রার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা অনুপম খের। তিনি বলেন, ‘ইজরায়েলে আমার বন্ধুদের সালোম ও নমস্কার। যেমন আপনারা জানেন আমাদের ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পাচ্ছে আপনাদের দেশ ইজরায়েলে। আমাদের এই সময়ের খুব গুরুত্বপূর্ণ একটি ছবি এটি। ১৯৯০ সালে কাশ্মীরে কাশ্মীরি হিন্দুদের গণহত্যা নিয়ে তৈরি হয় এই ছবি এবং গোটা বিশ্ব ছবিটিকে তাদের ভালবাসা দিয়েছে। তাতে আমাদের কিছুটা হলেও ক্ষত সারাতে সাহায্য করেছে। ছবিটি এখন ইজরায়েলে মুক্তি পাওয়ায়, আমি আপনাদের প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য এবং এটিকে সমস্ত ভালবাসা দেওয়ার জন্য অনুরোধ করছি। এটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী!’
ছবির প্রযোজকদের কথায়, ছবিটি এত ভালোবাসা ও সম্মান পাওয়ায় তাঁরা আনন্দিত। ছবিটির চাহিদা তৈরি করাই ছিল তাঁদের মূল লক্ষ্য।