এখন ভারত : সাধারণ মানুষের ভাইরাল ভিডিওর পাশাপাশি আজকাল পশুপাখিদের নিয়েও বিভিন্নরকমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এইসব ভিডিওগুলির বেশিরভাগই মজার হয়। সম্প্রতি একটি টিয়া পাখির ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে টিয়া পাখিটি হুবহু মানুষের মতো ইংরেজিতে কথা বলছিল। ভিডিওটি আসলে আফ্রিকান গ্রে প্যারটকে কেন্দ্র করে। ‘ভিওএ নিউজ’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওর শুরুতে একটি গ্রে কালারের আফ্রিকান টিয়া পাখি দেখা যাচ্ছে। পাখিটি ৩০ বছরের।
দেখতে সাধারণ গ্রে কালারের টিয়াপাখি হলেও তার মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। হুবহু মানুষের মতো ইংরেজিতে কথা বলতে পারে সে! এছাড়াও সবরকমের পশুপাখি, ঝর্ণা, জলের আওয়াজ সে করতে পারে। ভিডিওর শুরুতেই দেখা যায় মাইক্রোফোন ধরা ব্যক্তির হাত। যদিও ভিডিওটিতে কোনও ব্যক্তিকে দেখা যায়নি। কিন্তু দেখা যাচ্ছে একটি দাঁরের উপর পাখিটি বসে আছে। ভিডিওর প্রথমেই পাখিটিকে ইংরেজিতে জিজ্ঞাস করা হয়েছে তোমার নাম কি? উত্তরে পাখিটি নিজের নাম জানিয়েছে ‘ইনসটিন’। তারপরে পাখিটিকে জিজ্ঞেস করা হয় তুমি কি বিখ্যাত ? উত্তরে পাখিটি বলে ‘আই এম আ স্টার’। এরপর একে একে পাখিটিকে বিভিন্নরকমের আওয়াজ করে শোনাতে বলা হয় এবং সে প্রত্যেকটি আওয়াজ নিখুঁতভাবে উচ্চারণ করে।
রেড উলফ থেকে পেঁচা, পাখি, মোরগ, ঘোড়া, বিড়াল, কুকুরের আওয়াজ সে হুবহু নকল করে। সবথেকে বেশি আশ্চর্যের হল কোন কিছু উঁচু থেকে পড়ে যাওয়া, কল থেকে জল পড়ার শব্দ, স্পেসশিপের আওয়াজ, দরজায় নক করার আওয়াজ পাখিটির হুবহু নকল করে শোনায়। আফ্রিকার একটি চিড়িয়াখানায় এই পাখিটি থাকে। আপাতত সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে সে।
ভিডিওটি ইতিমধ্যে প্রায় ১০লাখ লাইক পেয়েছে। ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই প্রশংসা ভরা মন্তব্য করেছেন।