এখন ভারত : আর দু-পাঁচটা নয়, এবার থেকে সিগারেট কিনতে গেলে গোটা একটা প্যাকেট কিনতে হবে। অবিলম্বে খুচরো সিগারেট বিক্রি বন্ধ করার জন্য কলকাতার মহানাগরিকের হাতে চিঠি তুলে দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। মঙ্গলবার বিশ্ব তামাক বর্জন দিবসে সে প্রস্তাব গ্রহণ করেছেন মেয়র। কথা দিয়েছেন দ্রুত ব্যবস্থা হবে।
সিগারেটের প্যাকেটের গায়ে জ্বলজ্বল করে ক্যানসার আক্রান্তের ছবি। সেই ছবি ছাপার মূল উদ্দেশ্য, ধূমপায়ীদের মনে ভীতি সৃষ্টি করা। চিকিৎসকরা বলছেন, খুচরো সিগারেট বিক্রি সেই অভিপ্রায়ে জল ঢালছে। তবে প্যাকেট সিগারেট বিক্রির এই আইন নতুন নয়। ভারত সরকারের ‘কটপা অ্যাক্টেই’ এই অঙ্গীকার রয়েছে। দ্য সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট অ্যাক্টে স্পষ্ট বলা হয়েছে, খুচরো সিগারেট বিক্রি করা যাবে না। ১৮ বছরের নীচের কাউকে তামাকজাত দ্রব্য দেওয়া যাবে না।
আইএমএ’র রাজ্য সম্পাদক ডা. শান্তনু সেন জানান, ‘আপাতত কলকাতা পুরসভা এলাকায় এই কটপা অ্যাক্ট চালু করতেই হবে। মেয়র ফিরহাদ হাকিম, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রস্তাবপত্র গ্রহণ করেছেন। জুলাই থেকেই এই নিয়ম লাগু হতে পারে।