অস্কার মঞ্চে ভারতের জয় জয় কার। অপেক্ষার অবসানে অস্কার জিতলো “নাটু নাটু” ।

Follw Us Now

 অবশেষে অপেক্ষার অবসানে অস্কার জিতলো ট্রিপল আর ছবির গান নাটু নাটু। এস এস রাজা মল্লিক এই ছবির গান আরো এক ইতিহাস তৈরি করল। এর আগে  গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতে সারা বিশ্বে রীতিমত আলোড়ন সৃষ্টি করে এই গানটি। তখন থেকেই আশার আলো দেখতে শুরু করেছিলেন অসংখ্য ভারতীয় সিনেমা প্রেমীরা শেষমেষ স্বপ্নপূরণ অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতলো নাটু নাটু।

কালা ভৈরব ও রাহুল সিপলি গঞ্জের লেখা এই গানটিতে কন্ঠ দিয়েছেন তারাই। সুর প্রবীণ সংগীত পরিচালক এম এম কিরা বাণীর। একই বিভাগে অন্যান্য গানগুলি কে হারিয়ে এদিন সেরা পায় নাটু নাটু।

তবে এবারে অস্কার মঞ্চ থেকে আরো একটি পুরস্কার জিতেছে ভারত।দ্য এলিফেন্ট হুইসপারস ছবিটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগের অস্কার জিতেছে। এক আদিবাসী দম্পতির এক হাতির সাথে মায়ার বাঁধনে জড়িয়ে যাওয়ার গল্প নেই তৈরি হয়েছে স্বল্প দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি ৪১ মিনিটের এই তথ্যচিত্র মন জয় করে নিয়েছে সকলের জিতেছে অস্কার।

ট্রেন্ডিং খবর