অশ্রাব্য গালাগালিতে ভরা মাধ্যমিকের উত্তরপত্র

Follw Us Now

 

  এখন ভারত : জীবনের প্রথম বড়ো পরীক্ষা যে মাধ্যমিক তা বলার অপেক্ষা রাখে না। আর চলতি বছর সেই মাধ্যমিকের উত্তরপত্রেই অশ্রাব্য গালাগালি লিখেছে বেশ কয়েকজন পড়ুয়া। পরীক্ষার খাতা দেখে মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা রীতিমতো স্তম্ভিত। এমনকি তাজ্জব হয়ে গিয়েছেন অভিভাবকরাও!

গত বছর করোনার কারণে শেষ মুহূর্তে পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। এবছর চিরাচরিত নিয়ম মেনে ফের হলে বসে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়। সম্ভবত জুনের প্রথম সপ্তাহেই পরীক্ষার ফল প্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রের খবর, প্রতিবছরই বিভিন্ন কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশের উত্তরপত্র বাতিল করতে হয়। 

দেখা যায়, হয়তো কেউ এমন উত্তর লিখেছে যার সঙ্গে মূল বিষয়ের কোনও মিল নেই। এমনকী, কোনও প্রশ্নের উত্তর না লিখে পাশ করিয়ে দেওয়ার আর্জি জানানোর ঘটনা তো হামেশাই ঘটে থাকে। কিন্তু এ বছর মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে কার্যত পর্ষদ কর্তাদের মাথায় হাত। মাধ্যমিকের উত্তরপত্রে অশ্রাব্য গালিগালাজ লিখে পাতার পর পাতা ভরিয়েছে হাতে গোনা কয়েকজন পড়ুয়া। ওই পড়ুয়াদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছিল। সন্তানদের সঙ্গে নিয়ে তাঁরা পর্ষদের অফিসে এসেছিলেন। ছেলেমেয়েদের ওই খাতা দেখে তাঁরাও চমকে ওঠেন। 

ট্রেন্ডিং খবর