অবিকল মানুষের মতো কথা বলছে লাল টিয়াপাখি, ভাইরাল ভিডিও

Follw Us Now

এখন ভারত : টিয়া, ময়না কিংবা কাকাতুয়ার মতো পাখিদের সঠিক প্রশিক্ষণ দিলে তারা অবিকল মানুষকে নকল করে কথা বলতে পারে। এই কারণে পোষ্য টিয়া বা এই প্রজাতির পাখিদের নানারকম কথোপকথনের ভিডিও নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি টিয়া পাখির সঙ্গে তার মালকিনের মধুর কথোপকথন। টিয়াটি নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ভিডিওটিতে যে টিয়াটিকে এরকম সুন্দরভাবে কথা বলতে দেখা গিয়েছে সেটি ‘চ্যাটারিং লোরি’ প্রজাতির বিপন্ন প্রজাতির টিয়া। ইন্দোনেশিয়ার উত্তর মালুকুতে এদের পাওয়া যাওয়া যায়।

দীপাংশু কাবরা নামে এক ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। যেখানে টিয়াটি তার মালকিনকে ‘মা’ বলে সম্বোধন করছে। পুরো কথোপকথন হিন্দিতে থাকলেও তা বুঝতে নেটিজেনদের কোনো অসুবিধা হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির বারান্দার এক মোড়কে বসে সে মায়ের সঙ্গে কথা বলছে। আশেপাশে কাউকে না দেখে ‘মাম্মি কাহা হো’ বলে ডাকও দেয়। কিছুক্ষণ পরই দূর থেকে এক মহিলার কণ্ঠস্বর শোনা যায়। ‘আয়ি বেটা’ বলে উত্তর দেন তিনি। এরপরও তাঁর সঙ্গে মোড়কে বসেই হিন্দিতে কথা বার্তা চালিয়ে যায় পোষ্য টিয়াটি। যা মনে আপনার মনে হতেই পারে যে কোনো শিশু এভাবে তার মায়ের সঙ্গে কথা বলছে। পোষ্য টিয়াটি যে মায়ের খুব আদুরে তা পুরো কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে। 

ট্রেন্ডিং খবর