অবশেষে জয় এলো। ডব্লিউ পি এল এ নিজেদের ষষ্ঠ ম্যাচে জয়ের মুখ দেখলো আরসিবি।

Follw Us Now

  ডব্লিউ পি এল এ অবশ্য সে জয়ের মুখ দেখলো আরসিবি। ৫ উইকেটে ইউপি ওয়ারিয়রস কে হারিয়ে জয়ী হলো স্মৃতি মান্ধানোর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টুর্নামেন্টে একটানা পাঁচ ম্যাচে হারের পর নিজেদের ষষ্ঠ ম্যাচে জয়ের মুখ দেখল আরসিবি।

তবে একটানা পাঁচ ম্যাচে হারের কারণে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা তাই এই জয় অনেকটাই সান্ত্বনার। এদিন টসে জিতে বোলিং করা সিদ্ধান্ত নেন স্মৃতি মানদেনা। বিপক্ষ ইউপি ওয়ারিয়ার্স প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। উত্তরপ্রদেশের গ্রেসি হ‍্যারিস  ৩২ বলে ৪৬ রান করেন। দলের আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। কিরণ নভগিরে ২৬ বলে ২২ এবং দীপ্তির শর্মা ১৯ বলে ২২ রান করেন।

অন্যদিকে আরসি বির হয়ে এলিস পেরি ১৬ রান দিয়ে নেন তিনটি উইকেট সোফি ডিভাইন ২৩ রান দিয়ে পেয়েছেন দুই উইকেট ২৭ রান দিয়ে 2 উইকেট পেয়েছেন শোভনা আশা

 শ্রিয়াঙ্কা পাতিল এবং মেগান শার্ট পেয়েছেন একটি করে উইকেট। এদিন ১৯.৩ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় উত্তরপ্রদেশের ইনিংস ১৩৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নামে বেঙ্গালুরু আবারো ব্যাটিংয়ের ব্যর্থ হন বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মন্ধনা।

 ০ রানে আউট হয়ে দর্শকদের আবারো হতাশ করেছেন তিনি ছয় বলে চৌদ্দ রান করেছেন ডিভাইন বেঙ্গালুরু হয়ে ভালো খেলেছেন কণিকা আহুজা ৩০ বলে ৪৬ রান করেছেন তিনি তার ইনিংসে ছিল আটটি চার এবং একটি ছয়। ভালো খেলেছেন বাংলার উইকেট রক্ষক ব্যাটারিচা ঘোষ ৩১ রান করে অপরাজিতা থাকেন তিনি। এদিন টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে জয় ফিরলো আরসিবি। ডব্লিউ পি এল থেকে ছিটকে গেলেও শেষমেস বেঙ্গালুরু জয়ের মুখ দেখায় খুশি দলের সমর্থকরা

আরসিবি কে নিয়ে সমর্থকদের মধ্যে বিশেষ উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। তবে প্রথম পাঁচ ম্যাচে একটানা হেরে দর্শকদের হতাশ করেছিলেন স্মৃতি মান্ধানারা শেষ ম্যাচে এলিস পেরির দুর্দান্ত ব্যাটিংও জেতাতে পারেনি আরসিবি কে একের পর এক হারে জেরে হতাশ হয়েছিলেন সমর্থকদের পাশাপাশি দলের খেলোয়াড়রা তাদের চোখে মুখে ফুটে উঠেছিল সেই হতাশা শেষমেষ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরেও ষষ্ঠ ম্যাচে জয় আশায় খুশি স্মৃতি মান্দানারা। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ডব্লিউ টি এম টি মেয়ো রয়েছে একাধিক বড় নাম তবে তা সত্ত্বেও প্রথম পাঁচ ম্যাচে তাদের পারফরমেন্স দলকে জেতাতে ব্যর্থ হয়েছে শেষমেষ ছন্দে ফিরেছে rcb এতেই আনন্দিত আরসিবি ফ্যানেরা।

ট্রেন্ডিং খবর