অনুষ্ঠান চলাকালীন প্রয়াত সংগীতশিল্পী কেকে

Follw Us Now

 

এখন ভারত : ফের নক্ষত্রের পতন। না ফেরার দেশে পাড়ি দিলেন সংগীতশিল্পী কে কে। নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান করছিলেন তিনি। অনুষ্ঠান চলাকালীন আচমকাই অসুস্থ বোধ করেন। এরপর অনুষ্ঠান শেষ করে গ্র্যান্ড হোটেলে ফিরে যান। সেখানে গিয়ে অচৈতন্য হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসকরা কৃষ্ণকুমার কুন্নাথকে মৃত  ঘোষণা করেন। বুধবার ময়নাতদন্ত হবে গায়ক কেকের। বলিউড কাঁপানো এই গায়কের বয়স হয়েছিল ৫৩ বছর।

বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন। হিন্দিতে ২০০টিরও বেশি গান গেয়েছেন। 

কেকের প্রথম অ্যালবাম ‘পল’ বেশ জনপ্রিয় হয়। ‘ইয়ারো দোস্তি বড়ি হি হাসিন হ্যায়’ গানটি এখনও তরুণ প্রজন্মের কণ্ঠে শোনা যায়। সিনেমার গানে তাঁর সফর শুরু হয় এ আর রহমানের সংগীত পরিচালনায়। তবে বলিউডে তাঁর বড় ব্রেক ছিল ‘হাম দিল দে চুকে সনম’। তাঁর কণ্ঠে ‘তড়প তড়প কে’ গানটি সকলের মন জয় করেছে।  তারপর থেকে একের পর এক ‘হামরাজ’, ‘ওম শান্তি ওম’, ‘দশ’, ‘জন্নত’, ‘বচনা অ্যায় হাসিনো’র মতো সিনেমায় গান গেয়ে দর্শকদের মনে জায়গা করে নেন। ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ এবং ‘পাসওয়ার্ড’ ছবিতেও গান গেয়েছেন কেকে। শিল্পীর আকস্মিক মৃত্যুতে শোকাহত সংগীত জগৎ। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্রেন্ডিং খবর