৩০ বছর পর পোষ্যকে খুঁজে পেল পরিবার

Follw Us Now

 

৩০ বছর পর হারিয়ে যাওয়া পোষ্য কচ্ছপকে খুঁজে পেল ব্রাজিলের সবথেকে বড়ো শহর রিও ডি জেনিরোর এক পরিবার। জানা গিয়েছে, পরিবারটি ১৯৮২ সালে তাঁদের পোষ্য কচ্ছপ মানুয়েলাকে হারিয়ে ফেলে। ঘরে মেরামতের কাজ চলাকালীন দরজা খোলা পেয়ে কচ্ছপটি বেরিয়ে যায় বলে অনুমান করেছিলেন বাড়ির সবাই। 

প্রায় ৩০ বছর পর গৃহকর্তা লিওনেল মারা গেলে, সন্তানরা বাড়িতে আসেন। তাঁরা দেখেন চিলেকোঠায় অনেক টুকরো-টুকরো জিনিসপত্র জমানো ছিল। এমন সময় একটি বাক্সের ভেতর টেপ রেকর্ডারের পাশ থেকে তাদের হারিয়ে যাওয়া পোষ্য মানুয়েলা উঁকি মারে। শুধু তাই নয়, এও জানা যায় যে তাদের পোষ্যটি আদতে পুরুষ। তাই তার নতুন নাম দেওয়া হয় ‘ম্যানুয়েল’। অনুমান করা হচ্ছে, কচ্ছপটি কোনোরকমে পোকামাকড়ের ওপরই জীবন ধারণ করেছিল। তবে জানিয়ে রাখি, একটি কচ্ছপের আয়ু সাধারণত ২৫৫ বছর এবং জল ও খাবার ছাড়াই সে দিব্যি ৩ বছর কাটিয়ে দিতে পারে। 

ট্রেন্ডিং খবর