সোনা বেচাকেনার ক্ষেত্রে এল এই বিপুল পরিবর্তন, জেনে নিন

Follw Us Now

 

   এখন ভারত : ‌ ১ জুন থেকে সোনার গয়না বেচাকেনার ক্ষেত্রে দেশজুড়ে নতুন নিয়ম চালু হল। এবার থেকে দোকানদাররা কেবল হলমার্ক দেওয়া সোনা-ই বিক্রি করতে পারবেন। অনেকদিন আগেই এ নিয়ে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডাডস নোটিশ জারি করেছিল। এতদিনে তা কার্যকর হল। এতদিন অনেক ক্রেতাই হলমার্ক দেওয়া সোনা কিনতেন। তাহলে এই নতুন নিয়মের কারণ কী? 

উল্লেখ্য, ১৪ ক্যারেট, ১৮ ক্যারেট, ১৯ ক্যারেট, ২০ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট, ২৩ ক্যারেট ও ২৪ ক্যারেট – দেশে মোট এই ৮টি মানের সোনা বিক্রি হয়। এর মধ্যে ৬টি মানের ওপর হলমার্ক দেওয়া হত। কিন্তু ১৯ ক্যারেট ও ২১ ক্যারেট সোনার ওপরে কোনও হলমার্ক থাকত না। এবার ওই ২ মানের সোনার ওপরেও হলমার্ক বাধ্যতামূলক করা হল।  

প্রসঙ্গত, ২০২১ সালে কেন্দ্র সোনার গয়নায় হলমার্ক ব্যবহার বাধ্যতামূলক করে। তবে তা কার্যকর হয়নি। এবার তা হল। কিন্তু সাধারণ মানুষ যাঁদের কাছে হলমার্কবিহীন সোনা রয়েছে তাঁরা কী করবেন? জানা যাচ্ছে, কেবলমাত্র বিক্রেতা দোকানদারদের ওপরই ওই বাধ্যতামূলক হলমার্কের নিয়ম প্রযোজ্য।  

ট্রেন্ডিং খবর