মুখ্যমন্ত্রীকে গালিগালাজ, গোয়া থেকে গ্রেফতার রোদ্দুর রায়

Follw Us Now

 

এখন ভারত:    সম্প্রতি ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করার অভিযোগ ওঠে রোদ্দুর রায়ের বিরুদ্ধে। এরপরই পাটুলি থানা সহ একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা রুজু করা হয়। সেই মামলার তদন্তে নেমেই মঙ্গলবার গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। 

গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে এসে আচমকাই বলিউডের গায়ক কেকে মারা যান। তাঁর মৃত্যু ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। কেকের মৃত্যু প্রসঙ্গেই একটি ফেসবুক লাইভ করে রোদ্দুর রায়। সেখানে রূপঙ্কর বাগচীর মন্তব্য থেকে শুরু করে সেদিন নজরুল মঞ্চে উপস্থিত থাকা তৃণমূল নেতা মদন মিত্রকেও অশালীন ভাষায় আক্রমণ করে সে। 

এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে তাঁকে দিদি সম্বোধন করে একের পর এক কুরুচিকর মন্তব্য করতে থাকে। শুধুমাত্র নজরুল মঞ্চের ঘটনাই নয়, মমতার প্রশাসনিক বৈঠক নিয়েও প্রশ্ন তোলে সে। পশ্চিমবঙ্গের রাজনীতি, দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে অশ্লীল গালিগালাজ করে। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

ট্রেন্ডিং খবর