ছবি সূত্র: TWITTER
বুধবার হায়দরাবাদের কাছে বিবিনগর এবং ঘটকেসারের মধ্যে বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ গোদাবরী এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হলে একটি বড় ট্রেন বিপর্যয় এড়ানো যায়।
বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ গোদাবরী এক্সপ্রেসের ছয়টি বগি আজ তেলেঙ্গানার বিবিনগরের কাছে লাইনচ্যুত হয়েছে, দক্ষিণ মধ্য রেলওয়ের পিআরও জানিয়েছেন। 12727 নম্বর ট্রেনের S1 থেকে S4, GS এবং SLR কোচগুলি মেদচাল মালকাজগিরি জেলার ঘটকেসার রেলওয়ে স্টেশনের সীমানার অধীনে NFC নগরের কাছে লাইনচ্যুত হয়েছে।
লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি না হওয়ায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
ট্রেনটি কম গতিতে চলছিল যা একটি বড় বিপর্যয় এড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
লাইনচ্যুত বগিগুলোকে বিচ্ছিন্ন করে একই ট্রেনে যাত্রীদের সাফ করা হচ্ছে।
দক্ষিণ মধ্য রেলওয়ে একটি হেল্পলাইন খুলেছে। নম্বরটি হল 040 27786666।
ট্রেনটি মঙ্গলবার 17.20 ঘন্টা বিশাখাপত্তনম থেকে ছেড়েছিল সেকেন্দ্রাবাদ 05.10 ঘন্টায় পৌঁছানোর কথা ছিল। লাইনচ্যুত হওয়ার ফলে কাজিপেট এবং সেকেন্দ্রাবাদের মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ট্র্যাক পুনরুদ্ধারে ব্যস্ত।