এখন ভারত : কে কে-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় রূপঙ্করকে নিয়ে কুৎসার ঝড় উঠেছে। কেকে-রূপঙ্কর বিতর্কের দৌলতে আজকাল পুরোনো অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। যার মধ্যে রানু মণ্ডলের সঙ্গে রূপঙ্করের এক ভিডিও রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রানু রূপঙ্করকে বলছেন, তিনি নাসিরুদ্দিন শাহের মতো দেখতে। আর রূপঙ্করও রানুর সঙ্গে এক অনুষ্ঠানে থাকতে পেরে তাঁর ভালো লাগা প্রকাশ করছেন।
সম্প্রতি নেটমাধ্যমে নতুন করে সেই ভিডিও শেয়ার করে অনেকেই রূপঙ্করকে নিয়ে কুমন্তব্য করছেন। গায়কের রুচি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি কেন রানু মণ্ডলের সঙ্গে হেসে কথা বলছেন? নেটিজেনদের মতে, যিনি রানু মণ্ডলের সঙ্গে অনুষ্ঠান করেন, তাঁর গান নিয়ে কোনও কথাই বলা উচিত নয়। লাল পাড় সাদা শাড়ি খোলা চুলে রানু গাইছেন, ‘ইয়ে লড়কা হায় আল্লা ক্যায়সা হ্যায় দিওয়ানা’। ঠিক পাশেই গিটার হাতে রূপঙ্কর তাল মেলাচ্ছেন। কখনো কখনো আবার রানুর সঙ্গে গাইছেনও।
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় নজরুল মঞ্চে কেকে-র অনুষ্ঠানের পর তারই কিছু অংশের ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানে তারকা গায়ককে নিয়ে তুমুল মাতামাতি দেখে নিজের ফেসবুক লাইভে আসেন শিল্পী রূপঙ্কর বাগচী। বলেন, ‘কেকে-র থেকেও বেশি ভালো গান বাংলার শিল্পীরা। তাঁদের নিয়ে কেন তাহলে এত মাতামাতি হয় না? হু ইজ কেকে?’ আর এ থেকেই শুরু হয় বিতর্ক। কটাক্ষের শিকার হন তিনি। মঙ্গলবার আচমকা কেকে-র মৃত্যুর পরই কটাক্ষ বদলে যায় জনরোষে। রাতারাতি জাতীয় পুরস্কারজয়ী শিল্পীকে নিয়ে ট্রোল হতে শুরু করে।