বারাণসীতে শুটিংয়ে ব্যস্ত মিঠুন এবং দেব। অন্য মেজাজে ধরা দিলেন দুই অভিনেতা।

Follw Us Now

এখন ভারত : বাংলা ছবি প্রজাপতি-র শুটিং শুরু হয়েছিল কলকাতায়। কলকাতার শুটিং পর্ব সেরে বারাণসীতে পাড়ি দিয়েছে টিম প্রজাপতি। 

এই ছবিতে প্রথমবার বড় পর্দায় ফ্রেন্ড শেয়ার করবেন মিঠুন চক্রবর্তী এবং দেব। কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে শুটিং শুরু হয়েছে।

 দেব বাংলা ছবির সুপারস্টার। অন্যদিকে বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ক্রেজ রয়েছে গোটা ভারত জুড়ে। তাদের শুটিং দেখতে ভিড়ও জমাচ্ছেন বহু মানুষ। তবে সকলের সাথে মিশে গিয়ে দিব্যি শুটিং সারছেন এই দুই তারকা।

শুটিংয়ের বিভিন্ন ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে দুটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। প্রথম ভিডিওটিতে মিঠুন চক্রবর্তীকে রিক্সা চালকের সাথে হাত মিলিয়ে রিক্সা টানতে দেখা গিয়েছে। সেখানে রিক্সার উপরে গালে হাত দিয়ে লাজুক মুখে বসে রয়েছেন দেব। একটা উঁচু জায়গা পেরোনোর পর আবারও রিকশায় উঠে দেবের পাশে বসে পড়েন মিঠুন চক্রবর্তী।


এছাড়া ভাইরাল হয়েছে আরো একটি ভিডিও সেখানে মাটির ভাঁড়ে লস‍্যি খেতে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তী কে। এক অনুরাগী মিঠুন চক্রবর্তীকে দেখে তার গলায় উত্তরীয় পরিয়ে দেন। এরপর অনুরাগীর সাথে ছবি তোলেন মিঠুন চক্রবর্তী। মাটির ভাঁড়ে লস‍্যির স্বাদ উপভোগ করছিলেন দেবও।

এই ছবিতে বাবা এবং ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং দেবকে। ছবিতে রয়েছেন মমতাশংকর। রয়েছেন শ্বেতা ভট্টাচার্য। মৃগয়া ছবির পর এই প্রথম বড়পর্দায় আবারও একসাথে দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং মমতা শংকরকে।

এই ছবিকে কেন্দ্র করে এখন থেকেই কৌতুহলী হয়ে উঠেছেন বাংলার ছবি র দর্শকেরা। প্রথমবার বড় পর্দায় মিঠুন এবং দেবকে একসাথে দেখতে আগ্রহী তারা।

 

ট্রেন্ডিং খবর