প্যান কার্ড প্রতারণার শিকার বলি-অভিনেতা রাজকুমার রাও

Follw Us Now

এখন ভারত:  আবারও প্রতারণার শিকার বলিউড অভিনেতা রাজকুমার রাও। জানা যাচ্ছে  অভিনেতার প্যান কার্ড ব্যবহার করে তারই নামে ব্যাংক থেকে টাকা ধার করা হয়েছে। শনিবার বলি অভিনেতা রাজকুমার রাও টুইট করে জানান আমার প্যান কার্ড ব্যবহার করে কেউ আড়াই হাজার টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে এর ফলে আমার ক্রেডিট স্কোর – এ সমস্যা দেখা দিয়েছে, আমি ভীষণ অসুবিধায় পড়েছি। শনিবার ঠিক এরকমই টুইট করে ক্রেডিট ইনফর্মেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড এর আধিকারিকদেরকে উল্লেখ করেন এই বিষয়ে আলোকপাত করতে বলেছেন  রাজকুমার রাও। এমনকি প্রতারণার বিরুদ্ধে যথাযথ সঠিক পদক্ষেপ নেয়ার জন্য  আর্জি জানিয়েছেন অভিনেতা।

ট্রেন্ডিং খবর