পূর্ব রেলের নয়া পরিকল্পনা, নতুনরূপে শিয়ালদহ স্টেশন

Follw Us Now

এখন ভারত : ভারতের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হল শিয়ালদহ রেল স্টেশন। একদিনে কয়েক হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। তবে এবার এই রেল স্টেশন নিয়ে নয়া পরিকল্পনা নিয়েছে রেল। পরিকল্পনা মোতাবেক শিয়ালদহ রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মের পরিধি বাড়ানো হচ্ছে। আগে যেখানে ৯টি বগি নিয়ে ট্রেন দাঁড়াতে পারত। এখন ১২টি বগি নিয়ে ট্রেন দাঁড়াতে পারবে। এতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়ার পাশাপাশি শিয়ালদহ স্টেশনে যে ভিড় হয় তা সামাল দেওয়াও সুবিধাজনক হবে।

পূর্ব রেল সূত্রের খবর, আগামী ৩ বছরের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। ৪টি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে। ভেতরের দিক দিয়ে লম্বায় বাড়ানোয় শিয়ালদহ স্টেশনে ঢোকার মূল গেটগুলি বিদ্যাপতি সেতু অর্থাৎ শিয়ালদহ ফ্লাইওভারের দিকে এগিয়ে আসবে। এর ফলে শিয়ালদহ থেকে ১২ বগি বিশিষ্ট লোকাল ট্রেন চলাচল করতে পারবে। ৪টি প্ল্যাটফর্মের এমন পরিবর্তনের জন্য ১২ কোটি টাকা খরচ করা হবে। এর ফলে ভেতরে যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টার অন্যত্র স্থানান্তরিত করা হবে। প্ল্যাটফর্মের চেহারা বদলের পাশাপাশি ডিআরএম অফিস পুরানো হয়ে যাওয়ায় স্টেশনের পাশেই তৈরি করা হবে নতুন ভবন। 

এ প্রসঙ্গে পূর্ব রেলের এক আধিকারিক জানান, প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনা অনেকদিন ধরেই ছিল। সেইমতো ইতিমধ্যেই মাপজোক করা হয়েছে। পাশাপাশি টাকাও বরাদ্দ হয়ে গিয়েছে। এবার শুধু কাজ শুরু হওয়ার অপেক্ষা। 

ট্রেন্ডিং খবর