নিজের সন্তান ও তার মায়ের সঙ্গে দেখা করতে এল বাবা জিরাফ, মুহূর্তে ভাইরাল ভিডিও

Follw Us Now

 

 এখন ভারত : অনেকসময় সোশ্যাল মিডিয়ায় এমন কিছু বৈচিত্র্যময় ভিডিও দেখা যায় যা আমাদের অবসর সময়কে আনন্দদায়ক করে তোলে। মোবাইল কিংবা কম্পিউটারের স্ক্রিনে এইসব ভিডিও দেখে যে কারো মন ভালো হয়ে যেতে বাধ্য। এগুলি বেশিরভাগ সময় বিভিন্ন পশুপাখির জীবনধারার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। যেখানে তাদের বন্ধুত্বের ছবি আবার কখনো তাদের ভালোবাসা, খুনসুটি করতেও দেখা যায়। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা দেখে নেটিজেনদের মন ভরে গিয়েছে।

সদ্যোজাত শাবককে দেখতে এল বাবা জিরাফ। আর সেই মুহূর্তই ধরা পড়ল ক্যামেরায়। পুরোনো এই ভিডিও টুইটারে শেয়ার হতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে নেটিজেনরা বিভিন্ন কমেন্টও দিয়েছেন। এটি অবশ্য আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা চিড়িয়াখানার একটি ভিডিও। 

তাতে দেখা যাচ্ছে, খাঁচার মধ্যে রাখা সদ্যোজাত শাবককে দেখতে এসেছে বাবা জিরাফ। আর খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছানাটি। এরপর মা জিরাফের কাছে নিজের মুখ নিয়ে যাচ্ছে বাবা জিরাফটি। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই প্রাণীদের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওটিও তেমনই শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই প্রায় ২ মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে ভিডিওটির। প্রায় ৫০ হাজার ইউজার এটিকে পছন্দ করেছেন। জিরাফের এই পরিবারকে দেখে আনন্দ পেয়েছেন নেটিজেনরা। সন্তানের পাশাপাশি মা জিরাফের প্রতি বাবা জিরাফের ভালোবাসা দেখেও নেট নাগরিকরা আপ্লুত হয়েছেন।  

ট্রেন্ডিং খবর

ভাইরাল খবর