এখন ভারত : ফের একবার গ্রাহকদেরকে বড়োসড়ো ধাক্কা দিল রিলায়েন্স জিও। সংস্থাটি তাদের একটি রিচার্জ প্ল্যানের দাম একলাফে ১৫০ টাকা বাড়িয়েছে। জানা গিয়েছে, কোম্পানি ৭৪৯ টাকার প্ল্যানটির দাম বাড়িয়ে ৮৯৯ টাকা করেছে।
এই প্ল্যানে ব্যবহারকারীরা এক বছরের জন্য ভয়েস কলিং এবং ২৪জিবি ডেটা পাবেন। এছাড়াও, এই প্ল্যান ব্যবহারকারীরা জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধাও পাবেন। তবে, এই প্ল্যানটি শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ রয়েছে। সাধারণ ফোনে এটি ব্যবহার করা যাবে না।
ক্রেতা এক বছরের প্ল্যান সহ ১,৪৯৯ টাকায় জিও ফোন কিনতে পারেন। তাতে ২৪জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। অন্যদিকে, ১,৯৯৯ টাকায় জিও ফোনের সঙ্গে ২ বছরের জন্য বিনামূল্যে কলিং, ৪৮জিবি ডেটা এবং জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধাও নিতে পারবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, জিও ফোনগুলিতে ৪জি সাপোর্ট করে এবং এতে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো অ্যাপগুলিও ব্যবহার করা যায়।