এখন ভারত : চাপের কারণেই তাঁকে পদত্যাগ করতে হয়েছে। দিন কয়েক আগে এমনই গুঞ্জন উঠেছিল কালনার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী নিউটন মজুমদারকে নিয়ে। কিন্ত রবিবার সেই জল্পনায় জল ঢেলে দিয়ে মুখ খুললেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, কালনা পৌরসভায় কাউন্সিলদের শপথ গ্রহণের দিনই, শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছিলেন নিউটন মজুমদার। তারপরই থেকে এতদিন আত্মগোপন করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছিল কানাগুষো। অবশেষ এদিন পদত্যাগ প্রত্যাহার করে সাংবাদিকদের তিনি জানান, ইমেল মারফত কালনার এসডিওকে তিনি তাঁর সিদ্ধান্ত জানিয়েছেন। কিন্তু হঠাৎ তাই পদত্যাগের প্রসঙ্গে তিনি জানালেন, তাঁর একান্তই কিছু ব্যক্তিগত সমস্যা ছিল। তাই পদত্যাগ করেছিলেন। দলীয় কর্মীদের এবং দলের নেতৃত্বের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান হয়েছে। তাই তাই পদ থেকে অব্যাহতির বিষয়টি প্রত্যাহার করে নিচ্ছেন। একইসঙ্গে আশ্বাস দিয়ে তিনি এও জানান, এলাকার মানুষরা তাঁর ওপরে ভরসা রেখে তাঁকে জিতিয়েছেন। আগামীদিনে তাঁদের হয়েই কাজ করবেন।