ইন্টারনেটের ব্যবহার করেন না এখন এমন মানুষ নেই বললেই চলে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বসবাস করছি। তাই আট থেকে আশি কম-বেশি প্রায় সকলেই নেটের ব্যবহার করে থাকেন। কেউ কাজের ক্ষেত্রে, কেউ আবার শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য। কেউ-কেউ সিনেমা, সিরিয়াল দেখা থেকে শুরু করে অন্যান্য নানা কাজের জন্য ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তবে লকডাউন আবহে প্রতিটি মানুষ ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছেন। কারণ, এই সময় বিভিন্ন সংস্থায় কর্মরত ব্যক্তিদের বাড়ি থেকে কাজ করতে হয়েছে।
কিন্তু অনেক সময় দেখা যায় ইন্টারনেটে গতি নেই। শ্লথ হচ্ছে কাজ। যার জন্য মাঝে মাঝে চরম সমস্যায় পড়তে হয়। এটা আপনার মোবাইল বা কম্পিউটারের ত্রুটি? নাকি অপারেটরের? অনেক সময় অফিসের সংযোগও শ্লথ থাকে। তাহলে কীভাবে বুঝবেন আপনার ইন্টারনেটের আপলোড বা ডাউনলোডের স্পিড? তাই সবার আগে প্রয়োজন নিজের ইন্টারনেটের স্পিড দেখে নেওয়া। তাহলে সহজেই বোঝা যাবে সেটা আপনার কাজের জন্য পর্যাপ্ত কিনা। নিজের মোবাইল ফোন, কম্পিউটার এবং ল্যাপটপ থেকে জেনে নিতে পারেন আপনার ব্যবহার করা নেটের গতি।
প্রথমে Google.com-এ যান, তারপর search bar-এ লিখুন Run speed Test. সঙ্গে-সঙ্গে বেরিয়ে যাবে আপনার নেটের স্প্রিড বা গতি প্রতি ৩০ সেকেন্ডে কত। এর জন্য আপনার ন্যূনতম ৪০ এমবি ডেটা খরচ হবে মাত্র। তবে গতিশালী সংযোগ থাকলে আরও ডেটা লাগতে পারে।