অবশেষে গ্রেফতার করা হল গিয়াসউদ্দিন মন্ডলকে

Follw Us Now

এখন ভারত : আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মহম্মদ আলিকে ঘিরে ধরে বিক্ষোভ, তাঁকে গালিগালাজ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল। 

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোলাবাজি, বিশৃঙ্খলা সৃষ্টি-সহ একাধিক অভিযোগে কিছুদিন আগে বহিষ্কার করা হয় গিয়াসউদ্দিন মণ্ডল নামে এক ছাত্রনেতাকে। বহিষ্কারের কয়েকদিনের মধ্যেই তিনজন বহিরাগতকে নিয়ে তিনি আসেন। কলেজের পিএইচডি লিস্টে স্বজনপোষণ করেছে উপাচার্য। এমন অভিযোগ তুলে শুরু হয় বচসা। চলে অকথ্য ভাষায় গালাগালি, এমনকি মারার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। ভাইরাল হয় ওই ঘটনার ভিডিও। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এখন ভারত’ ডিজিটাল। ভিডিওতে উপাচার্যকে লক্ষ করে বলতে শোনা গিয়েছে, এই আলিয়ার বেহাল অবস্থাকে করেছে? আলিয়ার বেহাল অবস্থা করার জন্য তুইই দায়ী। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা তাদের শান্ত করানোর চেষ্টা করেন। কিন্ত তাদেরও গালাগালি দিতে শোনা যায় বহিরাগত ছাত্রদের। ভিডিওতে এও দেখা গিয়েছিল, নিজের ফোন নিতে চেয়েছিলেন উপাচার্য। কিন্ত তাঁর ফোন ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

 

ট্রেন্ডিং খবর